তোমার নয়ানে হৃদয়ের আকাঙ্গ্ক্ষা আমি দেখেছি,
এ আমার নিরুক্ত ভাষা।
কত অজানা পথ পাড়ি আমি দিয়েছি
শুধু তোমার নেত্রতারা নয়।
আকাঙ্গ্ক্ষা জাগাবার শক্তি আমার হীন---
তবু তুমি বিমুগ্ধ নয়নী।


ভারী সবুজ মনে কিসের এ আবেগ আমার--
তোমার আঁখির বনতলে আমি তুচ্ছ এ জন।
তোমার হৃদয়ের কান্তারে তো নই,
আঁখির কান্তারেও আমার বসতি কই?


তুমি হাস না
তোমার চোখ হাসে;
হৃদয়ের আবেগ তোমার আঁখির জলে।
তোমার ক্ষুদ্র নেত্রভাষা বিশাল সাগরে ঢেউ তোলে,
সব উথাল-পাতাল পলকে।


তোমার ধ্রুব দৃষ্টি আমার পরে নয়,
তবু তার প্রতি মুহূর্তের খেলায় আমি মেতে থাকতে চাই।
আমার শিল্পবোধ তোমার আঁখির কারুকাজ।