আধার কেটে গিয়ে
এসেছে নতুন ভোর
বনলতা চল রচনা করি
ভালোবাসার প্রথম প্রহর।


সূর্য আর ডুববে না কখনো
কলঙ্ক হবে না চাঁদে
কুচক্রী দেবীর বনবাস আজ
ভালোবাসার ফাঁদে।


বসন্তকে পাঠিয়ে দেব
হৃদয় কারাগারে
কপোত কপোতি সাঁতার কাটুক
সুখের সাগরে।


কোকিলের গান
হবে না আর সময় সাপেক্ষমান
বসন্ত আজ চিরস্থায়ী
গ্রীষ্মের হোক অপমান।


বৃক্ষরাজীর বিষন্নভাব
মুছে দেব চিরতরে
উত্তরীয় হাওয়া গায়ক সাজুক
পত্রকে ভর করে।


মৌমাছিরা ছুটবে না আর
দুর থেকে বহু দুরে
পুষ্পরা  নশ্বর হোক
সর্গীয় সুধা পান করে।


বাধা বিপত্তি উপেক্ষা করে
এসেছে নতুন ভোর
বনলতা চলো রচনা করি
ভালোবাসার এক শহর।