সময়ের স্রোতে গা ভাসিয়ে
সহস্র ঘন্টা দিনের দাফন
পুরোনো স্মৃতির জ্বলন্ত চিতায়
জ্বলুক দুঃখ কষ্টের কাফন।
নতুনত্বকে করি অবিভাদন
আশার ভেলায় আজ আরোহণ
জানি বাধা বিপত্তি নিশ্চিত
তবু নতুনের হবে বরণ।
সহমরণ প্রথার হয়েছে মরণ
কির্তীমানের আজও হয় স্মরণ
ইতিহাসের পাতায় হোক রক্তক্ষরণ
করি নতুন বছরকে সাদরে গ্রহন।
কবির অন্তিম ভবন
নিশ্চিন্ন হবে যখন তখন
কবিতার এই ক্ষুদ্রচরণ
বেঁচে থাকুক জনম জনম।