তোমারে দেখেছি আমি বংশী হাতে
গেয়েছিলে নব প্রেমের অমিয় গান
চলছিল ধরণীর বুকে বর্ষার বান
প্রেম পত্র দিয়েছিলে আমার হাতে।
স্বর্গ নেমে এসেছিল গভীর রাতে
চাঁদটা রাতকে জ্যোৎস্না করেছিল দান
শেয়ালের মিছে কান্নায় ফেটেছিল কান
আমি সুখেই ছিলাম তোমার সাথে।
গ্রীষ্ম চলছে আজ ধরনীর বুকে
ফেটে চৌচির হয়েছে ফসলের মাঠ
তুমি বিনা আছি ভীষণ দুঃখে
হারিয়েছি আমি সেই রুপালি রাত।
তোমার কাছে চাইবোনা বেশি কিছু
শুধু হাটতে দিও তোমার পিছুপিছু।