ঊর্ধ্বপানে চেয়ে দেখ মাঝি
ঝড়ের পূর্বাভাসে দুলছে বৃক্ষরাজী
বৈঠা তৈরিতে সময় অনেক দেরি
জাহাজে অপেক্ষমান যুবক বৃদ্ধ নারী।
বৈঠার তরে অপেক্ষা নয় মাঝি
উত্তাল সাগরে ঝাঁপিয়ে পড় আজি
সাহস করে প্রথম মৃত্যুর আগে
ইতিহাস রচনায় নেমে পড় কাজে।
পৃথিবীটা ভরপুর ধোঁয়াশার মায়াজালে
মহৎ কর্ম জীবিত থাকে মহাকালে
মাঝির মৃত্যু উত্তাল সাগরে হলে
সার্থক হবে নবীন অনুপ্রেরণা পেলে।
ঘরমুখো হয়ে বেঁচে থাকা বৃথা
কর্ম বিমুখ অলসকে ঈশ্বর করে না কৃপা
সকল কলঙ্ক ধুয়ে মুছে যাক
আমি চাই মাঝি কর্মেই বেঁচে থাক।