কলম হাতে নির্বাক তরুন কবি
যেদিকে তাকায় নরকের প্রতিচ্ছবি
কবিতার খাতায় কাব্য লেখা দায়
হৃদয়ের গহীনে যন্ত্রনা সব লুকায়।
ভাতের লাগিয়া শত লোকজন
বিক্রি করে আপন দেহ মন
অভিজাতরা রাজ্য করে শাসন
শাসনের নামে নিয়ত চালায় শোষন।
মুক্তির স্বাদ কবির মনে জাগে
শীতল রক্ত ফুটতে থাকে রাগে
যাকেই ধরতে যায় সেই মহারাজা
পৃথিবীর বুকে হয় না তাদের সাজা।
কবির কলম ভাঙ্গবে নাকী তবে?
কাব্য ভাবনার অকাল মৃত্যু হবে?