অক্টোবরের রক্তসায়রে খুলে গেছে মুক্তির পথ
তূর্যধ্বনি জাগরণ বাণী,শোন বাজে বজ্র নিনাদ
সাত দশকের বাস্তহারা আছে কি বিশ্ব স্বরণে
পরাধীন স্বদেশ-প্রিয় সে আমার, নাড়ীর বাঁধনে।
হৃদয় বীণায় সুর বাজে তার, নিদ্রার জাগরণে
শরাহত বলাকার তীব্র যাতনায়, জাগর স্বপনে
কস্তুরিসম স্বদেশ,পুণ্যভূমি হে প্রিয় প্যালেস্টাইন
অপবাদ অবহেলা বঞ্চনায়, তুমি আমি অসহায়।


জন্মেই শুনি, বিশ্বের বাণী দেশ নয় আমার
ভূমির সন্তান তবু রাষ্ট্রের নই -নিয়ম তামাশার
গনায় আছি পাঁচ মিলিয়ন তবুও পাইনা দেশ
লাখের কমে কত দেশ, স্বাধীন আছেতো বেশ
জাতীরসংঘে হরেক রংগ, সহচর আরব জাতী
আসর বসিয়ে মাতম জাগায়, আসলেতে ফাঁকি।


আমরা আরব  ফিলিস্তিনি, মানুষের পদে নাই
মুক্তিসংগ্রামে আছি অবিরাম, জন্তুর দলে তাই?
বনের কানুনে হত্যা হয়না, খাদ্য জোগানো ছাড়া
তোমরা সভ্য, লুটেছ রাজ্য, ছারখার করছো ধরা।
আমরা হন্যে, দেশের জন্যে হয়েছি বণ্য আজ
যতই বলো টেরোরিস্ট সবে, নাই তাতে কোন লাজ
মুক্তির নবারুনে রশ্মি ছড়ায়, শোন ঐ আহবান
হয় জয় নয় ক্ষয় - আরো দিব প্রাণ অফুরান।