আমরা হলাম মধ্যবিত্ত
ভদ্দরনোকের খাস বহর
অহমিকা চাদর গায়ের
শ্রমের তেমন নাই কদর।
বদলে যাওয়া এই জগতে
অর্থনীতির টালমাটাল
কলুর বলদ হয়ে আছি
পারছিনা তো রাখতে তাল।


"খেটে-খাওয়ার মূল্য আছে
সৎ শ্রমেতে লজ্জা নাই"
ঐ কথাতো বইয়ে লেখা
কেমন করে আস্থা পাই?
ভদ্দরনোকের বংশজাত
ভাবনা ভাবি দেশ জনতার
কৃষক মজুর বস্তিওয়ালার
জ্ঞান আছে কি তা বুঝার!!