রক্ত চাই আজ নীল রক্ত।
রক্ত পিপাসায়, রক্তেই স্নান
রক্ত সায়রে ডুবে দিনমান
জ্বালাবো শিখা চির অম্লান
মুক্ত স্বাধীন পবিত্র ফিলিস্তিন।


রক্ত চাই আজ, নীল রক্ত।
চিন্তায় যারা নমরুদে মিল
হৃদয় যাদের কালকূটে নীল
জুলুমে যারা ফেরাউনের ধারা
সংহারি সব ছিঁড়বো জিঞ্জির।


রক্ত চাই আজ নীল রক্ত।
জন্ম মোদের নাকাবা বছরে
সাতটি দশক রিফুজি শিবিরে
প্রবোধ এসেছে, সুরাহা হবে -
জাত জালিয়াত ভন্ডের দল!


রক্ত চাই আজ, নীল রক্ত।
জায়া, পুত্র এসেছিল যারা
আবু সালাহ, ইব্রাহিম থারায়া
বিলিয়ে দিয়েছি মুক্তির রথে
মুক্ত হবে স্বদেশ,ভুল কিছু নয়।


রক্ত চাই আজ, নীল রক্ত।
জগত দিয়েছে আশার ফানুস
খোঁয়াড় বানিয়ে রেখেছে মানুষ
দল, উপদলে টুকরো করেছে
মুছতে চেয়েছে মুক্তির পথ।


রক্ত চাই আজ, নীল রক্ত।
লাল দিয়েছি, এইবার নীল
গুলির পালটা নয় আর ঢিল
বুলেটের দিকে ছুটবে মিসাইল
জাহান্নামের সাজ পরে নাও।


রক্ত চাই আজ নীল রক্ত।
আর নয় শান্তির কথা
নয় কোন ছাড়, নীতির বাধা
লাল ফোরাতে ডুবিয়ে রেখেছ
এই বার নীলের দরিয়া দেখো।