মাংসল গিরিখাদ জঙ্ঘা মাঝে
বেঁচে থাকে পৃথিবী
ধর্ষক পিতা ধর্ষিতা মা
উল্লাস করে প্রকৃতির সবকটি রং ।
চিন্তাশীল দর্শন
কামতারিত পৌরুষের ছবি
আঁকেনি কখনও ,
অঙ্কশায়িনী নারীমুখ ঢেকে রেখে
নীহারিকায় খুঁজে চলে
বিশ্বসৃষ্টির ইতিহাস ।
ঘন কুয়াশা আবরণে
কুটিরের অন্তরালে,
লেহন করে মানবী
আবাল্য পৌরুষ
প্রগৈতিহাসিক চেতনাক্লিষ্ট ।
আগুন লেখে আকাশ
দ -এর আবর্তন
শীৎকার চিৎকারে বিদ্ধকরে ......
দহন করো - দমন করো - দগ্ধ করো ।