মৃত্যু ফিরে যাওয়া, ফিরে যাওয়া ঘরে
দ্রবণ মন্থনে স্ফটিক উত্তোলন
বিচ্ছুরিত আলোক স্নান গহন অন্তরে
শিথিল শরীরশবে আকন্ঠ শিহরণ ।


ঘন নিবিড় অন্ধকার কে কার হাত ধরে
কে রাখে পাশে গোপন দন্ড মৃত্যুর অবয়ব
আকাশ বক্ষলোকে অবশকুয়াশা ঝরে
স্পন্দন ক্ষীণ ক্ষীণতর হয় ক্রমেই ছন্দরব।


হিম আত্মার ঘনমিশ্রণ আকৈশর
ছোঁয়া তার লাগে স্মৃতির প্রেক্ষাপটে
অনুরাগ ব্যাথা কম্পনে থাকে অন্তিম অবসর
সংপৃক্ত জীবন দহন শেষ হয় সংকটে।