সমাজের দুই ভাগ - মূর্খ চালাক
মানুষ বোঝেনি বুঝে গ্যাছে দাঁড়কাক
তাই তার সারাদিন কা কা রবে ডাক
বলে, গল্পটা একই শুধু বলার ফারাক ।
-----------------------
মূর্খেরা চিরকাল, স্বপ্ন মনে ধরে
চালাকেরা সে স্বপ্নে,  দিব্যই বাস করে।
ধুয়ো----(মানো আর মানো, বোল নাকো কোন কথা
            বল্লেই হবে তর্ক, তর্কেই ভাঙ্গে প্রথা )
মূর্খেরা দলে ভারি নিজেরা লড়ে ও মরে
চালাকেরা আড়ালে কলকাঠি যত নাড়ে ।
ধুয়ো----(চুপ করে থাকো মগজকে দাও সামাল
           ভাবনার পালে লাগলে হাওয়া নাও হবে উত্তাল)
চালাকেরা গড়ে নিয়ম মিথ্যে বুলির পুঁথি
মূর্খেরা পুঁথি পড়ে শেখে কী দারুণ সম্প্রীতি ।
ধুয়ো----(সম্প্রীতি শিখে বিরল প্রভাতে কাঁচি দিয়ে কাটি ফিতে
         তাই দেখে হাসে চাঁদ নেমে আসে ভালবেসে চুমু দিতে)
চালাকেরা কথা বলে শব্দ ছড়ায় বাতাস
মূর্খেরা নাড়ে মাথা দোলে সম্মতি বিশ্বাস ।
ধুয়ো----(বিশ্বাসে মেলে বস্তু তর্কেই বহু দূর
             তর্ক কোরনা বক্র ভেবোনা হয়োনা সুচতুর)
মূর্খের ঘরে রাত অভাবের গাঢ় কাল
আরামের নীল আলোয় চালাকেরা উত্তাল
ধুয়ো----(মুর্খেরা রসেবসে, বানায় রোচক খাদ্য
            চালাকেরা রচে পদ্য জীবনের সম্পাদ্য)
মূর্খের প্রিয় দিন জটলাগা জীবিকায়
মূর্খেরা ক্রীতদাস চালাকের ইচ্ছায় ।।