জীবন মানেই ধু-ধু বালিয়াড়ি
প্রেম মরীচিকা
তৃষ্ণা বুকে বাঁচা।
স্বপ্ন জড়ানো ভাষালিপি
ছায়া প্রচ্ছায়া
পোড়ে -
ছাই ওড়ে,পীত হাওয়ায়।


জীবন মানেই জলছবি
দেহময় উড়ন্ত মেঘ
কুমারী আকাশ নীলে
শিশির বিন্দু
আদিগন্ত,
ঘাসফুল নির্যাসে
ভেজে পেলব বাহু
রোমনালি বেয়ে
আসে কামলতা
গ্রন্থিতে গ্রন্থি মেশে
শরীরে শরীর।


জীবন মানে রাত
গোপন নিদ্রাহীন
ত্বককোষে লীন থাকা
অলীক কথামালা
শিশির ভেজা জ্যোৎস্নায়
চন্দ্রকলায়
পিছলে যায় সময়
নিবিড় ঘনত্বে মেশে
ঠোঁটের ব্যবধান।


জীবন মানেই মিলন অঙ্গীকার
আকাশ ভ্রমণ ঋদ্ধকাল
দহনে ন্যুব্জ দেহ,
জটিল ঘূর্নিত
মৃত্যুপীড়ক
বেছে নেয় শরীর ভেতর-
লেহন করে, শূন্য করে
পাবকবারি
নীল সন্ধ্যা
ধূমল দীপশিখা।।