আকাশের দিকে হাত বাড়াই
গাণ্ডিব পাই আর্শীবাদ
তারই শরে
কত কল্পনা পায় রঙ -
মাটি ছুঁয়ে নত করি শরীর
তৃণভূমির শেওলা উপত্যকায়
শুনি বাঁচার গান
আশাধ্বনি হয়ে বাজে -
বাতাস আলিঙ্গনে
অনুভবে জাগে শিহরন
প্রবাহের হাত ধরে গতি
চলপথ দ্রুত সরে যায় -
জানু পাতি নদী পারে
হেসে ওঠে উপকূল
ছলকে ওঠে জল
ঘাস শীষ, শাখা বৃক্ষ
প্রতিবিম্বে দোলে জীবন -
দু’হাত পাতি
রাখি জ্ঞানসিন্ধু তীরে
পূর্ণিমা সরিয়ে রাত,
সফেন জ্যোৎস্না
নীলঢেউ, মরুবেলায়
অক্ষর লেখে....
ধ্বনি ভারে
হাওয়া ছুটে আসে,
ঈশ্বর চন্দ্র হয়ে নামে
বিদ্যাসাগর বুকে,
এক নাম বঙ্গতটে
বেজে চলে আবর্তনে
লিপি, বর্ণের
প্রতি বাঁকরেখায়....