এই পৃথিবীর মালিক ঈশ্বর আমার সৃষ্টিকর্তা,
আহা আমার সৃষ্টিকর্তা।
কত কষ্টে আছি আমি তুমি খবর রাখো না.
হায়রে তুমি খবর রাখো না।
এই পৃথিবীর মালিক ঈশ্বর আমার সৃষ্টিকর্তা,
আহা আমার সৃষ্টিকর্তা।
কত কষ্টে আছি আমি তুমি খবর রাখো না,
হায়রে তুমি খবর রাখো না।
তোমার দেখা পাবো বলে ঘুড়ি পথে পথে.
তোমার আশায় বসে আছি এই পৃথিবীর বুকে।
তোমার দেখা পাবো বলে ঘুড়ি পথে পথে.
তোমার আশায় পড়ে আছি এই পৃথিবীর বুকে,
হায়রে এই পৃথিবীর বুকে।
এই পৃথিবীর মালিক ঈশ্বর আমার সৃষ্টিকর্তা,
আহা আমার সৃষ্টিকর্তা।
কত কষ্টে আছি আমি তুমি খবর রাখ না,
হায়রে তুমি খবর রাখ না।
তুমি আছো সবার উপর আমার অন্তরে,
যেখানে তে হৃদয় থাকে মনের মন্দিরে।
তুমি আছো সবার উপর আমার অন্তরে.
যেখানে তে হৃদয় থাকে মনের মন্দিরে।
সেই খানেতে রেখেছি তোমায় অতিযতন করে,
হায়রে অতি যতন করে।
তুমি আছো সবার উপর আমার অন্তরে,
যেখানেতে হৃদয় থাকে মনের মন্দিরে।
এই পৃথিবীর মালিক ঈশ্বর আমার সৃষ্টিকর্তা,
কত কষ্টে আছি আমি তুমি খবর রাখ না।
হায়রে তুমি খবর রাখনা।।
তুমি বিনে আমার জীবন হইছে দিশাহারা,
তুমি হিনা আমার জীবন বেঁচে থেকেউ মরা।
এই পৃথিবীর মালিক ঈশ্বর আমার সৃষ্টিকর্তা,
হায়রে আমার সৃষ্টিকর্তা।
কত কষ্টে আছি আমি তুমি খবর রাখোনা,
হায়রে তুমি খবর রাখো না।