ও আমার বনগ্রাম তুমি আমার জন্ম স্থান,
তুমি আমার দুঃখের দিনে
বেয়ে আনা সুখের টান।
তুমি আমার গর্বে গড়া
আমার জন্মভূমি বনগ্রাম।
বনগ্রাম চড়পাড়া তুমি আমার সুখের ছড়া
তোমার মাঝে দুঃখের দিন করেছি বদল স্বল্পদিন।
তোমার ঠিকানা বেড়া থানা
তুমি থাকো কাঁনি কোনা।
ইছামতি নদীর তীরে
বসত করে বন্ধু সোনা।