প্রত্যেক চুপ কথার আলাদা আলাদা মানে
কখনো কখনো ফুটে ওঠে চোখে
কিন্তু চোখ ও তো সবসময় চোখে দেখা যায় না

সব চুপে মানে খোঁজা সমীচীন নয়
সব চুপ সম্মতি নয়
চুপ করে পাশে থাকা
ভালোবাসা নয়?