তুমি চোখ মেললে ই বাবুই পাখির বাসা ঝড়ে ছিন্নভিন্ন

আমি তো কবেই শব , গ্রিন করিডোর ঠান্ডা শুয়ে থাকি রোজ

টিয়াপাখি সবুজ রঙা তুমি কাঁচা ধানে মিশে আকণ্ঠ বাড়ন্ত ভাত

নিমগ্ন অক্ষর নাগপাশ সিংহাসন পুনরুদ্ধার পুনরুত্থান


পতিত পলি জমে নদীটি র বুকে মাছরাঙা চর, বাসিন্দা শুধু উভচর

ধর্ম যুদ্ধে পরাজিত সৈনিক সমাধিস্থ করো ওই মাছরাঙা দ্বীপে

কিছু খেচরের অবোধ্য শব্দচয়ন কর্ণকুহরে হানা দিয়ে যায়

তেরো জন্মের ঋণ, জাতিস্মর ফিরে আসে বারংবার