আমরা দুজন এক  বাড়িতেই   থাকি

হয়ত সহস্র যোজন দূরে মনের বাড়ি

আমরা দুজনে এক ই আকাশ দেখি

এক ই জ্যোৎস্না উঁকি দিয়ে যায় জানলা থেকে

শুধু তোমার জানলা আমার হয় নি কখনো

তাই আকাশের ভাগাভাগি তে

অর্ধেক চাঁদ পড়েছে ফাঁকি