আমি তোকে ডাক দিয়েছি সূর্যালোকে
সবাই কি আর স্পর্শ দিয়ে ডাকতে পারে?

রূপোর কাঠি সোনার কাঠি ছুঁইয়ে দিলে
রূপকথাতে যেমন করে জ্য়ন্ত করে

আমার থেকে তোমার কাছে পৌঁছে যাওয়া
দৈত্য় পুরির গুপ্তধনের চাবির গোছা

এই আলো আর আঁধারিতে মায়ার আলো
আমায় তুমি বাইরে যাবার রাস্তা বলো

জানলা গুলো মুক্ত হাওয়ার মন্ত্র যোগায়
যেমন করে একলা পাখি দল খুঁজে পায়

ঠিক যেভাবে রাজপুত্র দৈত্য় মারে
এই আঁধারে ভালোবাসার কেতন ওড়ে

ধার নিয়ে এই ভোরের বেলার অলোর কুঁচি
আমরা সাজাই জ্য়ান্ত দাবার জ্য়ান্ত ঘুঁটি