পসরা সাজিয়েছি আজ পসারিনী বেশ

যা ছিল সঞ্চয় আজ তাই মূলধন শেষ

যত পারি সস্তায় অমূল্য় ধন

গোটা কত খদ্দের আনাচ কানাচ

বস্তা বস্তা  সস্তার খোঁজ

এইভাবে যুগে যুগে

কালোবাজারী দূর্ভিক্ষ বোনে

আদরিনী পসারিনী হয়

তবু জেনো হৃদয়ের কোণে

রাখা আছে  স্বযতনে

বেচে খাওয়া মূল্য়বোধ যত