সারা শহরে দেয়াল জুড়ে বিধিবদ্ধ সার্কাসের বিজ্ঞাপন

তবু এ শহর জানে সারা রাত গলি ঘুঁজি আনাচ কানাচ

দেয়ালের বুকে ফুটে ওঠে নিষিদ্ধ শ্লোগান

দেয়াল ভাঙ্গবে বলেই  শুধু দেয়াল লেখে যারা

নৈশব্দ লিখে চলে ইতিহাস

আলতামিরার গুহার ক্ষেপা মোষ,খাজুরাহ মন্দির

কিংবা শুধু লাল আর কালো

এসব ই  উদ্দীপনা, অফুরন্ত সাহসের যোগান

দেওয়াল ও পাচার করে সেসব শ্লোগান

নিখুঁত টাইমিং , ঠিক যেন ধোনির ছয়

সাদা রঙে চোবানো জাবদা ব্রাশের  গ্রাস

আসলে ফুটিয়ে তোলে এ শহরে ই বুকে বিপ্লবের ট্যাটু