শৈশবের সেই অসত্থ গাছ
আমি একটা গল্প লিখেছিলাম তাকে নিয়ে
বৃক্ষ সে গল্প পড়ে নি


রোম্যান্টিক কবিতা লিখেছিলাম
মেঘ আর সূর্য্যের লুকোচুরি নিয়ে
সে সংবাদ রাখেনি মেঘ কিংবা সূর্য্য কেউই


পুলিশের লাঠি খেয়েও
মাটিতে পড়তে দিই নি রক্ত পতাকা
এ আদিখ্যেতার মানে কি পতাকা বোঝেনি


এমনি বসন্ত দিনে
তোমার পদপ্রান্তে রেখেছিলাম লাল গোলাপ
গোলাপ জানেনি কেন
ফিরে তাকাও নি তুমিও


এইভাবে শেষ হয়ে আসে দিন
এইভাবে ধীরে ধীরে শেষ হয়ে আসে একটি অর্থহীন জীবন