আজ না হয়--
বিদায় দিলাম তোমায়।
মনের মধ্যে যত জমছিল
যন্ত্রনা,একটু একটু করে
গড়ে উঠছিল তোমার অবয়ব।
একেবারে চুপিসাড়ে......
চোখের কোনো এক
গভীর প্রকোষ্ঠে
দিন গুনছিলে তুমি।
প্রাণ পেয়ে
কবে নেবে বিদায়,
এই ছিল
তোমার অভিপ্রায়।
আজ সেই দিন।
ধৈর্য্যের বাঁধ আজ ভেঙেছে।
তাই তোমাকেও
দিলাম মুক্তি।
তিল তিল কষ্টে গড়ে তোলা
তুমি আমার তিলোত্তমা ।
হাজার কষ্টেও চাইনি
তোমায় হারাতে।
ভেবেছিলাম সারাজীবন
এভাবেই একান্ত আপনার করে
রাখবো তোমায় ,কনিনীকার
গোপন কুঠুরীতে।
কিন্তু আলো যে তোমার
বড় প্রিয়।
অন্ধকার তো তোমার
সয়না।
তাই মুক্তি দিলাম
আলোয় আলোয়।
হে বন্ধু! চির বিদায় ।


!!!!!!!!!!!!!কুয়াশা!!!!!!!!!!!!!!