সম্পর্কের আনাচে কানাচে যেখানে পড়েনি আলো,
জমা হয়ে আছে ক্ষোভের পাহাড়,কাটেনি আঁধার কালো।
আলো বায়ুহীন স্যাঁতস্যাঁতে এই চোরা কুঠুরীর ঘর,
গিলেছে আমার আলো ঝলমলে স্বপ্নের বালুচর।
উষ্ণ আদরে সুখ-সংসারে কবে যে লাগল নোনা!
দিন,মাস আর বছর হিসাবে কিছুতে গেলনা গোনা।
ধীরে ধীরে নোনা ছড়িয়ে পড়েছে স্বপ্নের খেলা ঘরে,
শক্ত ভীতের অট্টালিকাও হয়তো বা যাবে নড়ে।
নোনার ভয়েতে ভালোবাসা ভীতে দিলাম শক্ত গেরো,
'বিশ্বাস' ইঁটে নিজের হাতেতে বানালাম তার চূড়ো।
তবু শেষে হায় বজ্র আঁটেও ফসকা যে হল গেরো,
আলগা বাঁধনে হারালো গোপনে যত খুঁজে খুঁজে ফেরো।
অবহেলার এই চোরাবালি তাকে টেনেছে নীচের দিকে,
মেনে নিতে নিতে দেওয়ালেতে তার পীঠ গিয়েছিল ঠেকে।
বাঁধন হারিয়ে তাইতো সে আজ চলেছে নিরুদ্দেশে.
জানেনা কোথায় পৌঁছাবে সে এই সরণীর শেষে।


কুয়াশা