সবুজ-পেড়ে গেরাম আছে
বদ্যি আছে ব্যারাম আছে
আস্তাবলে ঘোড়া আছে
শিমুল তুলোর ওড়া আছে।

পুকুর পাড়ে তালের গাছে
বাবুই পাখির শিল্প আছে
বকম বকম পায়রা আছে
চড়ুই পাখি ঘরেই আছে।

আতার গাছে আতা আছে
লম্বা বাঁটের ছাতা আছে
চাষির ঘরে লাঙল আছে
চোখের পাতায় কাজল আছে।

যাত্রাদলে নটি আছে
সব্জি কাটার বঁটি আছে
সজনে-ডাঁটা পালং আছে
লিকলিকে বরবটি আছে।

গঙ্গা ফড়িং লাফায় ঘাসে
ছাগলছানা তিড়িং নাচে
দেখার জন্য দু-চোখ আছে
সবকিছুতেই জীবন আছে !