।দাদার খেলা।

বললে দাদা
ভাইটি বলেন
দাদাই চালান
ভাইটি চলেন।

বলেন দাদা,
'ভাইটি গাধা'
ভাইটি বলেন,
'সত্যি দাদা।'

দূর বিদেশে
দাদার ঘর
ভাইটি দাদার
দিগম্বর!

অরি মিত্র