যা পেতে চাই তাই পেয়ে যাই যদি--
তুমি রাঙা সূর্যমুখী হবে;
কনকচাঁপা থাকুক তোমার চুলে
মৌমাছিরা বসুক তোমার দুলে
মুখে ঝরুক কুন্দফুলের হাসি
পাখির গানে বাজুক প্রাণে বাঁশি।

যা পেতে চাই তাই পেয়ে যাই যদি--
তুমি হবে প্রদীপজ্বলা ঘর,
আমি হব তোমার স্বয়ম্বর।