খড় আর কুটো
এক নয় দুটো
রেল ব্রিজের তলে
ভাসছে নদীর জলে।

দেখতে দেখতে দুটো
খড় আর কুটো
ভেসেই গেল জলে
রেল ব্রিজের তলে!