কবিতা আমাকে জ্বালায় পোড়ায়
কবিতা আমাকে বাঁধে
কবিতা আমাকে নীরবে কাঁদিয়ে
আমার কষ্টে কাঁদে।

কবিতা আমার সদর রাস্তা
কবিতা আমার গলি
কবিতা আমার লুকোনো আয়না--
বুকে নিয়ে পথ চলি।