তোমার দুয়ার বন্ধ
তাই; স্বপ্নগুলো উড়িয়ে দিলাম আকাশে,
কোটি কোটি নক্ষত্র প্রদীপের আলোর পাহারায়।


জানি একদিন তারা উকি দিবে
তোমার জানালায়,
তোমার নিমগ্ন মনের কোনে নাড়া দিয়ে
ভিতরে যেতে চাইবে বার বার, পরাহত হবে।


তারপরও ফিরে যাবে, সাড়া যদি পায় কোন দিন,
কোন অমাবস্যার রাতে, লক্ষী পেঁচার ডাকে;
ভয় পেয়ে ঘুম ভাঙ্গে মাঝ রাতে,
স্বপ্নগুলো বুকে জড়িয়ে ঘুমিয়ে যাবে আবার।


অথবা কোন মন খারাপের দিনে, অলস দুপুরে;
দখিনের খিড়কি খুলে আমন্ত্রণ জানাবে
আমার উড়িয়ে দেওয়া স্বপ্নগুলোকে।


শুধু আমারই অধরা রয়ে যাবে তারা
ফিরে আসবেনা কোন দিন, কোন কালে।