আমি এই নিঃশব্দের মাঝে
হেটে হেটে যাই শব্দের খোঁজে
কদম, বেত, বাঁশের ঝাড়ের উপর
চাঁদ দেখে দেখে, এই জোস্না রাতে।
হুতুম পেঁচা চোখ মেলে চায়
চায় নিশাচর হিংস্র জীবগুলো
আড়াল থেকে উকি দিয়ে,
মেঘের আড়ালে চাঁদ ডুবে গেলে
আমি ক্লান্ত হই, শব্দ হয়ে
দাড়িয়ে যাই শব্দের নিশানা।
আবার চাঁদ উকি দেয় মেঘের কোল থেকে
আমি হেটে হেটে যাই শব্দের খোঁজে।


তারিখঃ ২৫-০৭-২০১৬