বিভূতি
লক্ষ্মীকান্ত মণ্ডল


সপ্তমীর চাঁদ অস্ত গেলেই ভাসতে থাকে জোনাকি
কয়েক পঙক্তি রচনার পর জড়িয়ে ধরে বৃক্ষের মার্গ
নিকেতনে নিজস্ব খণ্ড খণ্ড স্থিতি


অন্ধকারে কী সন্ধান করছেন আপনি
স্পন্দন জমে থাকা ভূষণের উপর স্পর্শ করি স্বল্প রাত
দিগন্ত আঁকতে থাকেন মিহি গন্ধের যামিনী বাগান


পরতে পরতে খুলে যায় শ্বেত নিবিড় দলমণ্ডল
পাঁজরের দ্রাঘিমায় বেজে ওঠে ডায়াল টোন
নেভানো দৃশ্যে নিজেই নিজের ফুল হয়ে উঠি


এবার দেখুন, আয়নার কোন রং নেই