সজনে ফুল ও নিঃশর্ত সমর্পণ


সজনে ফুলে লেগে থাকা ভাের, অয়ন কুয়াশা।
কবিতা রং'এর আলাপ, শব্দের ঝুমঝুমি
মৌমাছির ঘরকন্নায় তিল তিল সংগ্রহ করে
নদী-নির্যাস।
ঝরে যাওয়া সজনে রামধনু ফোটায় মাটিতে। অন্ধজল
রাশির ছায়াপথে ভরা কোটালের মতাে পেতে দিই নাভি আমিও ভালােবাসি সমর্পণ।
ঘরের চালায় গড়িয়ে দেয় রােদ, উচ্ছ্বসিত শতাব্দিমাঠ পাখিদের কলতানে খুঁটে খাওয়ার অহংকার।


মাটির টানে মূলরােমে বাসা বাঁধে চানঘরের গান  
আমার আস্থাদের নিয়ে একা একা হাঁটে শান্ত গ্রামপথ
দখল দিতে আসা শীত আর বসন্তের ডানামেঘ


থমকে দাঁড়ায়, নিরুপায় রােদ মাপতে থাকে।