কখ‌নো ম‌নে হ‌চ্ছে এই  আ‌মি
‌থে‌মে যা‌চ্ছি অ‌চেনা ম‌রী‌চিকায়,
‌নির্ঘূম রজনী পার কর‌তে কর‌তে
আজ আ‌মি ক্লান্ত অবসন্ন।
‌বিবর্ন  আ‌লো ঘি‌রে রে‌খেছে
‌কি নিষ্ঠুর অ‌ক্টোপাস হ‌য়ে,
তাই‌তো প্রকৃ‌তির  নির্মম থাবায় আজ আ‌মি
ছন্নছাড়া লাগামহীন ঘু‌ড়ি।
উড়‌ছি তো উড়‌ছি কোন দিগ‌ন্তে পথ জানা নেই,
জা‌নি শুধু আমা‌কে ধর‌তেই  হ‌বেধূসর মেঘমালা।
চা‌রি‌দি‌কে এত আ‌লো ঝাপসা হয় দু চোখ আমার
আ‌মি চাইনা এত আ‌লোর ঝলকা‌নি,মরুভূ‌মির ম‌রি‌চিকা।
থে‌মে যাওয়া সন্ধ্যাবাতাস থম‌কে  যে‌য়ে বল‌লো আমায়
উদাস কেন প‌থিক পথ হা‌রি‌য়ে‌ছো কি?
‌নিষ্প্রান হা‌সি‌তে জানান দিলাম
আ‌মি এক গ‌তিহারা‌ মেঘ ,জলকনার মত
‌নির্মম সম‌য়ের কা‌ছে হার‌তে হার‌তে কখন এ‌সে প‌ড়ে‌ছি,
বল‌তে পা‌রো কোথায় গে‌লে
কর‌বো স্নান জোছনা মে‌খ‌ে?
‌বিষাাদ আঁধার য‌দি পা‌রি
মুছ‌বো হৃদয় হ‌তে,
আ‌লোক র‌শ্মি জোছনা ধারাএস সবাই কা‌ছে
হৃদয়হ‌তে কষ্ট‌জোয়ার পার‌বে দিতে মু‌ছে?