তুমি
স্বপ্নকন্যা
আকাশের চাঁদ
তোমার বসবাস স্বপ্নপুরীতে।

আমি
প্রেমিক
অসহায় প্রেমিক
আমার বসবাস মাটিতে।

ব্যবধান
তোমার আমার
আকাশ পাতাল।

তোমাকে ছোঁয়ার
সাধ্য নেই আমার
তোমার স্পর্শ পাওয়া
আকাশ কুসুম কল্পনা।

আকাশ ছোঁয়া
অসাধ্য আমার
মাটির পরশ
আকড়ে রই।

জানি আকাশ একদিন
মাটি স্পর্শ করবে
সেই প্রতীক্ষার
ক্ষণ গোনে যাই।

আকাশ মাটিতে
মিশবে যেই দিন
তুমি হবে আমার সেইদিন।