হৃদয় জমিনে
পরম যতনে
আবাদ করিলাম
ভালোবাসার
সোনালী ফসল।

হঠাৎ এলো
কালবৈশাখী ঝড়
লণ্ডভণ্ড হয়ে গেলো
স্বপ্নে ঘেরা
হৃদয় জমিনের
ভালোবাসার
সোনালী ফসল।

আমি স্তব্ধ ! আমি নির্বাক !