মন, তুমি কি?
কেন আমায় তুমি হাসাও আবার ক্ষণিকেই কেন কাঁদাও?
আনন্দের জোয়ারে ভাসিয়ে কেন আবার বেদনার নীলে পোড়াও?
স্বপ্নবিলাসী করে আবার ক্ষণিকেই কেন করো স্বপ্নহীন?
তুমি আমায় আশান্বিত করো আবার কেনই বা করো আশাহত?
কেন আমার বুকে প্রেম জাগাও আবার কেনই বা বিরহ দাও?
কেন আমায় উল্লাসিত করো আবার কি কারণে করো উদ্বেলিত?
তুমি কখনো করো আমায় হৃদয়বান তাহলে কেন করো হৃদয়হীন?
মন তুমি কি চাও, আমার কাছে?
আমায় ক্ষণিকেই করো অভিমানী আবার কেন ক্ষণিকেই করো অতি রাগী?
মন কখনো আমায় করো চরিত্রবান তাহলে কেন করো চরিত্রহীন?
মন তুমি কখনো হও শান্ত তাহলে কেন হও অশান্ত?
কেন তুমি এতো কিছু করো আমার সাথে?
এই সব করে তুমি কি মজা পাও?
নাকি আমায় সাজা দাও?
মন কেন এমন করো?
মন, তুমি কি?