তোমাকে একটু দেখার আশায়
ভালো করে দেখার আশায়
কতো কালের প্রতীক্ষা আমার।

বৃষ্টি থেমে যায়,
নদীর জল শুকিয়ে যায়,
সাগরের ঢেউ থেমে যায়,
তবুও তোমাকে আমার ভালো করে দেখা হয়না।

তবু্ও, আমি অবিচল
তোমাকে একটু ভালো করে দেখার আশায়,
আকাশের পানে চেয়ে থাকি নিরবধি।