অন্তর চক্ষু মেলিয়া
দেখছি যতো নির্বাক নয়নে তোমায়,
উপলব্ধি করছি যতো
কাল্পনিক হৃদয়ে,
মুগ্ধ হয়েছি ততো
মৌন প্রেমের আবরণে।
জাত,কুল,যৌবন কিংবা বার্ধক্য,
সে তো প্রেমে গৌণ।
চাওয়া পাওয়ার লাভক্ষতি,
কিংবা বাস্তব অবাস্তবের সীমারেখা,
সেই শব্দ আজও খুঁজে পাইনি
প্রেমের অভিধানে।
শরীরী কিংবা অশরীরী উপলব্ধি,
সেটা প্রেমের যাদুমন্ত্র।
কামনা বাসনা, স্পর্শতা আলিঙ্গন,
সে তো প্রেমের চিরন্তন সুখতন্ত্র।
খাঁটি প্রেমের নির্মল উষ্ণতায়,
প্রেমের সুবাস প্রবাহিত হয় জীবনময়,
আত্মার সাথে আত্মার হৃদয়ঙ্গম।