তুমি চাইলে
ফুলের সুবাস হয়ে
গন্ধ বিলিয়ে যাবো
তোমার হৃদয় আঙিনায়।

তুমি চাইলে
রঙ ধনুর সাত রঙে
রাঙিয়ে দেবো
তোমার অধর।

তুমি চাইলে
আকাশের চাঁদ এনে
টিপ পরিয়ে দেবো
তোমার কপালে।

তুমি চাইলে
সাগরের তলদেশ থেকে মুক্তা এনে
মালা বানিয়ে
পরিয়ে দেবো তোমার গলে।

তুমি চাইলে
অবিরাম বৃষ্টি হয়ে
ভিজিয়ে দেবো
তোমার সারা শরীর।

তুমি চাইলে
জল প্রপাত হয়ে
অবিরত প্রবাহিত হবো
তোমার দেহে।

তুমি চাইলে
ভালোবাসার পরশে
প্রগাঢ় উষ্ণতায়
ভরিয়ে দেবো তোমার দেহমন।