আমার সবকটি পথ বন্ধ করে দিয়ে
ভেবেছো আমায় নিঃসঙ্গ করে,
গৃহবন্দী করে রেখেছো!

ভুল!
তোমার ধারণা ভুল!

হৃদয়ের পথ যে উন্মুক্ত
সেটা কি তোমার নেই জানা ?
হৃদয় পথের নেই কোন ব্যরিকেড,
নেই কোন সীমানা প্রাচীর।

হৃদয় পথে অবাধ বিচরণ আমার যখন তখন,
তোমার হৃদয়ের অন্দর মহলে।