কত প্রহর অবশেষ, হিমান্তের লগ্নে প্রিয় দেখিতে উথিল আশা,
এসো প্রিয় নয়ন তুলিয়া, প্রাণ ভরিয়া খুলিয়া অযুত আঁখি,
কনক আসনে, আসীন হও তবে, হৃদয়ের দুয়ার খুলিয়া দেখি।
কত অপেক্ষা আমার ছিলো অন্তপুরে , তুমি কর অবসান,
হেন  দর্শনে আজি কি যে আনন্দ আমার,
আগমন তোমার গো আজি।

কতকাল পুজিতেছি বল, কত অনুনয়-বিনয় হোক না তব কি,
প্রিয়ার নিকট শরম মরম কোন কালে কেউ করেছিল কি?
এসো প্রিয় বসিয়া মুখোমুখি , সুন্দর পদযুগল হায়
নগ্ন করিয়া আমারি ডান হাটুতে উঁচিয়া রাখ তুলি।
শুভ্র তব দুটো পদে লাক্ষারসে সযত্নে  চিত্রিলায়।
প্রাণ তব ভরিয়া তুলি।


এ কি প্রিয়!
শ্যাম বদনে আজি? কি কারণ তব, ভরিয়া রাখিয়াছ  মুখ?
হাসির ঝংকার  বিনে আমার হাহাকার রবে নিরবধি।
আজি মেতে উঠে প্রিয়, মলিন বদনে থেক না কো আর,
সব অমানিশা হবে  সমাপ্তি, তুমি তব ধর হাতে আমার,
মেতে যাব বরষি প্রসুনা সারে।