নিস্তব্ধ


আমার নিস্তব্ধতার কোন প্রজ্ঞাপন নেই।
একসময় ভীষণ উচ্ছলিত ছিলাম আমি।
তোমার কিঞ্চিৎ উপস্থাপন করা কথায়,
ভীষণ সাহসী হয়েছিলাম একদিন।
এতপর যতবারই এলিয়ে দিয়েছি মন,
আমার ভিতরের আমি কে,
লক্ষ বার গুটিয়ে নিয়েছি আমি।
দূর থেকে তোমার বুকের ভিতর শস্য বুনি,
সেখানে আবাদ হয়, কৃষকের মতো উপচে পড়ে মন,
সেই শস্য তুমি ছুতে পার না।
সেই ক্ষেতে ফুল ফুটে, বাতাসে মাখামাখি হয় সৌরভ,
তুমি তার গন্ধ ও পাও না।
আমি দূর থেকে তোমার বুকের ভিতর,
আমার ভালোবাসার চাষাবাদ করি।
কিন্তু তোমার স্পর্শ থাকে না।
আমি চরের জমিনের মতো তোমার,
বুকের উপর তুচ্ছ অধিকার রাখি।
যখন অন্য কারো ভালোবাসার জোয়ারে,
আমার ফসল যায় ভেসে।
আমি এপার থেকে শুধু আফসোস,
আর হাহাকার করি।
তার স্পর্শ ও তুমি পাওনা।
চরের জমিনের উপর আমার অধিকার থাকেনা।
আমি আমার নিস্তব্ধতার প্রজ্ঞাপন রাখিনা।