তোমার প্রথম স্পর্শ পেয়েই দরজা খুলে দেইনি বলে,
তুমি অভিশাপ গেথে দিলে আমায়।
আর কখনো আসবে না বলে,
চোখের জল দিয়ে লিখে রাখলে শপথ।
আমি কি এমন দুঃসাহসী?
যে, তোমাকে ছাড়া ভাবতে পারি?
এখনো দেখ কি ভীষণ একলা আমি,
আমার সারা শরীর জুড়ে বিষন্ন রোগ।
এর পরে ও কি আর স্পর্শ করবে না?
আর একবার দরজা স্পর্শ করে দেখ,
আমি দরজা খুলে দিতে,
কি অধীর হয়ে আছি।