জামা বানায় নতুন নতুন
বলছে নাকি ঈদে,
পরবো আমি সব ক’টা তাই
মনের ভিতর ক্ষিদে-


প্রজাপতির ফুল আঁকা আর
সবুজ জামাটাই
এই এক্ষুনি পরা আমার
চাই-ই এবং চাই।


গোল বল বল লালের মধ্যে
হলুদ ফুটে আছে
এই জামাটা পাড়ার ছোট
নেই তো কাজের কাছে!


একটা জামা নীল মেশানো
লেস লাগানো সাদা
পরলে নাকি লেগে যাবে
ময়লা, ধূলো, কাদা।


এমনি করে বন্দি আছে
সকল জামা জুতো
লাগছে না তো দোয়া কালাম
আমার জানা ‘ফুঁ’ তো!


বৃষ্টি তুমি দাও ভিজিয়ে
পুরনো সব জামা
জানলা খুলে দিচ্ছি আমি
গাচ্ছি সা,রে,গা,মা


বুদ্ধি কেমন বাতলে দিলাম
বন্ধু, বৃষ্টি, ভাই
সব পুরনো ভিজলে তবে
দেবে নতুন টা’ই ।।