"আনন্দের চেয়ে যদি বেদনার ভার
বেশি হয়, তাকে প্রেম ভেবনা আবার!"
চাঁদকে ছেড়ে যখন তুমি
তাকাও বনফুলে
নতুন করে জড়াও মালা
অন্য কারুর চুলে
আমি ঈর্ষাকাতর নই
তবু অভিমানী হই!
দেখছি তুমি অন্যখানে
অন্যরকম ছিলে
সাগর-নদীর তীরটি ছেড়ে
গোপন কোন ঝিলে
আমি ঈর্ষাকাতর নই
তবু অভিমানী হই!
হৃদয়পুরের আনাচে কানাচে
কষ্টগুলো দুঃখ নিয়েই আছে।
চিরদিনের জন্যকী আর বাঁচে
ভালোবাসা ,ভালো লাগার আঁচে!
আমরাতো কেউ
চিরদিনের নই!
তবু অভিমানী হই
চাই,ভালবাসার জয়-ই।