একটা মেয়ে বৃষ্টিতে যে ভিজে
মনের সুখে ছুটছে নিজে নিজে
পাখির ডানায় উড়ছে যেন সুখে
একটুও ওর দুঃখ নেইতো বুকে!
সংগী দুজন ছাতা নিয়েও ভিজে
আনন্দটা ওদের ভেতর কি যে!


জীবন- যাপন অন্য রকম হলে
ভিজবে কি আর টাপুর-টুপুর জলে!
এমন একটা মন হারিয়ে যাবে
ওরা কি আর মনের সুখে গা'বে!
(কয়েক জোড়া চোখ দিবে পাহারা
পা থেকেও হবে যে পা হারা!)


বৃষ্টি এলে একটু নজরদারী
বন্ধ রেখো, সকল বাড়ি বাড়ি!


মেয়ে পাবে টুকরো কিশোর বেলা
থাকবে ভুলে সকল অবহেলা।