এভাবেই পেরিয়েছে কত সময়
ফুলের ডগায় শোভায় ভিড়েছে
ফসলের আনন্দ।
মুহ্যমান সময়ের তটে
জেগেছি কত ঘুমহীন রাত
তারার  চোখে চোখ রেখে
ভোর হয়েছে কত যে নিশি।
হাজার লোকের ব্যস্ত মিছিলে
মিশে হারিয়ে গেছে ভালবাসার হাতছানি
তারপরও থেমে থাকেনি স্বপ্ন
অলিক নেশায় চোখ করেছি বন্ধ
দিশাহীন যাত্রা খুঁজেছে
আশার নোঙর,
আর আমাদের ভালবাসা
চলেছে সেই পুরোনো পথ ধরে
আবার নতুন করে প্রেমে পরা
অস্তিত্বহীন প্রিয়সীর নিদারুণ অত্যাচারে।
আমাদের ভালবাসা
ধুলোর স্তূপে পরা
এক ফোঁটা বৃষ্টি,
হারিয়ে যাওয়াতেই সুখ
সৃষ্টিতে অরুচি, প্রিয়সীর প্রেমে।