আমি এক অসুস্থ বাংলাদেশ,
লেলিহান রক্তের নির্লিপ্ত অসারতায়
আহত ঢেউয়ের এক ক্ষতবিক্ষত আশ্রয়।
যাযাবর অস্তিত্বে
প্রলয় ধিক্কারের লুকিয়ে রাখা
অবাঞ্ছিত পরিচয়ে ক্ষীণ নিঃশ্বাসের যায় যায় প্রান।
পদ ধূলির স্থলাচলে ঢলিত
চিহ্ন শক্তির এক অকাল কালিমা
আলোর পথে অন্ধকারের ছানি পরা এক নির্লজ্জ কালপুরুষ।
ধিক্কারের শ্লোগানে শ্লোগানে
মনো রঞ্জিত জোকারের
কু লোপ আ টানো বোবা ভাষার অসমাপ্ত হাসি।
পথের নিশানা চিহ্নে
আশ্রিত শরণার্থীর ত্রাণের থলিতে
এক করুণার শিবির।
এই যদি হয় আত্মপরিচয়
কিটের ঘরে স্থূল পায়চারি
তবে একবার জন্মে আমি হাজারবার মরি।